ব্লগার ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রিলোড সিস্টেম যুক্ত করার উপায়

ব্লগার ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে  রিলোড সিস্টেম যুক্ত করার উপায়

 স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন পোস্টে এই পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ব্লগার সহ অন্যান্য ওয়েবসাইটে অটোমেটিক রিলোড সিস্টেম যুক্ত করবেন। আজকের বিষয়টি নিশ্চয়ই আপনার ভালো লাগবে কারন আজকে একটি নতুন বিষয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যেটির মাধ্যমে আপনার ব্লগের পোস্ট ভিউ বেশি হবে এবং আপনার যদি অ্যাডসেন্স থাকে তবে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এই সিস্টেম দ্বারা।


 এই সিস্টেম দ্বারাতে একটি নির্দিষ্ট সময় পরপর ওয়েবসাইটের পেইজ বা কোনো পোস্ট পড়ার সসয় পেইজটি অটোমেটিকভাবে রিফ্রেস হবে। আজকের এই সিস্টেম দ্বারা ব্লগের পোস্ট ভিউ যেহেতু বেশি হবে তাই আপনার আর্নিংও হবে বেশি কারন প্রত্যেকবার রিলোড হওয়ার জন্য আপনার ওয়েবসাইটের অ্যাডসগুলোও রিলোড হয় যার ফলে বেশি ইমপ্রেসন আসে এবং টাকাও ইনকাম হয় বেশি। এই সিস্টেমটি চালু করকর আগে জেনে নিন

এই সিস্টেমের সুবিধা ও অসুবিধা সমূহ

সুবিধা সমুহঃ

  • এই সিস্টেম আপনার ওয়েবসাইটে ব্যবহারের ফলে ওয়েবসাইটে ভিউ বেশি হয়।
  • এই সিস্টেস দ্বারাতে ইনকাম হয় বেশি এবং ইমপ্রেশন আসে অনেক।
  • এটি অটোমেটিক রিলোড সিস্টেম তাই কোনো ইউজারকে নিজের থেকে কোনো পেইজ রিলোড করতে হবে না সিস্টেমটি অটোমেটিকলি রিলোড করবে।
  • পেইজের এসইও তে ভুমিকা রাখে।

এই সিস্টেমটির অসুবিধা সমূহঃ

এই সিস্টেমটির কিছু অসুবিধা আছে যেগুলো নিচে তুলে ধরছি।
  • সিস্টেসটি যুক্ত করলে ফলে ওয়েবসাইটে কয়টি পেইজ ভিউ হয়েছে তা জানা যায না।
  • এই সিস্টেমটির কারনে কোন কোন ইউজার বিরক্ত হতে পারে।

কিভাবে সিস্টেমটি যুক্ত করবেনঃ

সিস্টেমটি যুক্ত করতে পারবেন খুব সহজেই মাত্র ছোট্ট একটি কোড আপনার সাইটে বসিয়ে দিলেই হবে। এই কোডটি ব্যবহারে ওয়েবসাইটের কোনো সমস্যা হবে না এবং ওয়েবসাইটের লোডিং স্পিডের উপর কোনো প্রভাব পড়বে না তাই আপনি নিশ্চিন্তে কোডটি যুক্ত করতে পারবেন।
  • প্রথমে আপনি আপনার ব্লগার বা অন্য ওয়েবসাইটে লগইন করুন।
  • লগইন সফল হলে সাইটের টেমপ্লেট ইডিট অপশনে ক্লিক করে টেমপ্লেটটি ইডিট করুন।
  • তারপর টেমপ্লেটটির <head> অংশটি খুজে বেড় করুন। 
  • এবার <head> </head> এর মাঝখানে কোডটি বসিয়ে দিন।
<meta content='120' http-equiv='refresh'/>
সর্বশেষ টেমপ্লেটটি সেইভ দিন তবেই আপনার অটোমেটির রিলোড সিস্টেমটি যুক্ত করতে সক্ষম হবেন।

পরিবর্তনঃ

এখানে আপনি ইচ্ছে করলে ২ মিনিটের পরিবর্তে আপনি আপনার পচন্দমতো সময় বসিয়ে দিবেন। ধরুন আপনি পাঁচমিনিট দিবেন তবে পাঁচমিনিট তাহলে আপনাকে সেকেন্ড হিসেবে দিতে হবে ৩০০ সেকেন্ড যেমন
<meta content='300' http-equiv='refresh'/>
বন্ধুরা পোস্টটি আপনাদের ভালো লাগবে বলে আশা করছি কারন এই পোস্টে আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে চেষ্টা করেছি। যদি এই পোস্টের কোনো অংশ বোঝতে কোনো অসুবিধা হয় তবে কমেন্ট করতো পারেন। কমেন্ট এর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো।

How to add auto reload system in blogger,auto reload system for blogger and wordpress,