বন্ধুরা আপনাদের স্বাগতম আসার আজকের আরো একটি নতুন পোস্টে এই পোস্টে আমি দেখাবো কীঁভাবে আপনি আপনার ওয়াপকা ওয়েবসাইট থেকে টাকা উপার্জন করবেন। আপনি ইচ্ছে করলে আপনি আপনার ওয়াপকা ওয়েবসাইটে অ্যাডসেন্স অনুমোদন নিতে পারবেন তবে সেটির অনুমোদন নেওয়া খুবই কষ্টকর। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই আপনি ওয়াপকাতে অনুমোদন নিবেন সেটি আপনি একটি ব্লগ সাইট তৈরি করে। এয়াপকাতে ব্লগ সাইট তৈরি করা খুবই সহজ এবং একটি ভালো মানের ওয়েবসাইট বানাতে পারলেই আপনি ওয়াপকাতে অ্যাডসেন্স অনুমোদন পাবেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলে ওয়াপকাতে অ্যাডসেন্স ব্যবহার করে হাজার হাজার টাকা মাসে ইনকাম করছে।
how to get adsense in wapka website |
আপনি যদি ইচ্ছে করেন তবে আপনিও ওয়াপকা ফ্রি ওয়েব বিল্ডার থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন। আর আমি তো আজকে এই আর্টিকেলে দেখাতে চলেছি কীভাবে আপনি সহজেই অনুমোদন নিবেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো।